নিজস্ব সংবাদদাতা ॥ শিক্ষা জাতীয় করনের লক্ষ্যে ও ১৭ দফা দাবি আদায়ে গতকাল শনিবার থেকে বরিশালের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে লাগাতার ধর্মঘট শুরু করেছে শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদ।
এ উপলক্ষে শনিবার বেলা ১১ টায় নগরীর ফকিরবাড়ি রোডস্থ শিক্ষক ভবনে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক শাখার সভাপতি দাশগুপ্ত আশীষ কুমারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক অধ্যক্ষ ফরিদুল আলম জাহাঙ্গীর, কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক জলিলুর রহমান প্রমুখ। বক্তারা গতকাল শনিবার থেকে আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত পাঠদান বন্ধ রাখার ঘোষনা করেন। এরমধ্যে তাদের ১৭ দফা দাবি মেনে না নিলে তারা শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট অব্যাহত রাখার ঘোষনা করেন। শেষে সংগঠনের বরিশাল মহানগর ও সদর উপজেলার যৌথ আয়োজনে নগরীতে বিক্ষোভ মিছিল বের করা হয়।