নিজস্ব সংবাদদাতা ॥ গৌরনদী উপজেলা ভ্রাম্যমান আদালত রবীন্দ্র নাথ ওরফে রবী শীল নামের এক গাঁজা বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদন্ড প্রদান করেছে।
গৌরনদী থানার উপ-পরিদর্শক সরোয়ার মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বার্থী গ্রামে অভিযান চালিয়ে রবীন্দ্র নাথের বসত ঘর থেকে বিপুল পরিমান গাঁজা উদ্ধারসহ বিক্রেতা রবী শীলকে আটক করা হয়। ওইদিন সন্ধ্যায় আটককৃতকে গৌরনদী উপজেলা ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও গৌরনদী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির করা হয়। নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ দিদারে আলম, মোহাম্মদ মাকসুদ চৌধুরী গাঁজা বিক্রেতা রবী শীলকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদন্ডের রায় প্রদান করেন। আটককৃত রবী শীলের স্বজনেরা জরিমানার টাকা দিয়ে রবীকে ছাড়িয়ে নেয়।