নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলা হাসপাতালের কর্তব্যরত মহিলা ডাক্তারসহ দু’ডাক্তার রবিবার রাতে রোগীদের স্বজনদের হাতে লাঞ্ছিত হয়েছেন। এ নিয়ে হাসপাতালের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় গতকাল সোমবার সকালে চিকিৎসক মিলন কুমার গোমস্তা বাদি হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
প্রত্যক্ষদর্শী, হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, গৌরনদী উপজেলার কসবা গ্রামের অলিউল সরদারের পুত্র বুলবুল সরদার ও আগৈলঝাড়া উপজেলার সুজনকাঠী গ্রামের আবুল কাশেম মোল্লার পুত্র খোকন মোল্লা রবিবার সন্ধ্যায় পয়সারহাট ব্রিজের এ্যাপ্রোচ সড়কে মটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়। আহতদের রাত সাড়ে সাতটার দিকে আগৈলঝাড়া হাসপাতালে নেয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক ডাঃ স্মীতা রায় নুপুর তাদের চিকিৎসা দেয়া শুরু করেন। তিনি একা সামলে উঠতে না পারায় ডিউটিতে না থাকলেও মানবিক কারনে রোগীদের চিকিৎসা সেবা দিতে এগিয়ে আসেন তার সহকর্মী ডাঃ মিলন কুমার গোমস্তা। তারা রোগীর অবস্থা গুরুতর দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। এ নিয়ে রোগীর স্বজন রুবেল সরদার, দোলন সরদার ও বাদলের সাথে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে ডাঃ মিলন ও ডাঃ স্মীতাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে লাঞ্ছিত করা হয়। এ সময় গোটা হাসপাতাল এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ সাজ্জাদ হোসেন হাসপাতাল উপস্থিত হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়ে পরিস্থিতি শান্ত করেন। ওসি সাজ্জাদ হোসেন জানান, এ ঘটনায় গতকাল সোমবার ডাঃ মিলন কুমার গোমস্তা বাদি হয়ে ৫ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও ওসি উল্লেখ করেন।