নিজস্ব সংবাদদাতা ॥ র্শীর্ষ যুদ্ধাপরাধী ও জামায়াতের সাবেক আমীর মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদীর পক্ষে বিএনপি নেতা সামচুল আলমের সাফাই গেয়ে স্বাক্ষী দেয়ার প্রতিবাদে বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে গতকাল সোমবার পৃথক ভাবে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল দশটায় গৌরনদী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়ে উপজেলা কমান্ডার মোঃ আলাউদ্দিন বালীর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ডেপুটি কমান্ডার মনিরুল ইসলাম, সহকারি কমান্ডার আনোয়ার হোসেন, আব্দুল হক ঘরামী, আব্দুর রাজ্জাক চোকদার, গোলাম মোস্তফা প্রমুখ। একইদিন সকালে আগৈলঝাড়া মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আইউব আলী মিয়ার সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সহকারী কমান্ডার আবদুর রইচ সেরনিয়াবাত, মোঃ সিরাজুল হক সরদার প্রমুখ। বক্তারা বাগেরহাট জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সামচুল আলম কর্তৃক আদালতে দেয়া তার জবানবন্দিতে মানবতাবিরোধীর অপরাধে অভিযুক্ত হয়ে কারাবন্দি দেলাওয়ার হোসেন সাঈদীর পক্ষে সাফাই গেয়ে স্বাক্ষী দেয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।