নিজস্ব সংবাদদাতা ॥ গৌরনদী উপজেলার বার্থী গ্রামের দুবাই ও ওমান প্রবাসীর পরিবারের চার জনকে অজ্ঞান করে রবিবার রাতে সর্বস্ব লুটে নিয়েছে দুস্কৃতকারীরা। গতকাল সোমবার সকালে মুর্মুর্ষ অবস্থায় অচেতন অবস্থায় চারজনকে উদ্ধার করে গৌরনদী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, ওমান প্রবাসী রানু বেগম ও তার পুত্র দুবাই প্রবাসী রনি ফকিরের পরিবারের চার সদস্য প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পরেন। গভীর রাতে সংঘবদ্ধ অজ্ঞান পার্টির সদস্যরা সিঁদ কেটে বসত ঘরে প্রবেশ করে। ঘরের মধ্যে থাকা ষ্টীলের আলমিরা, সুকেশ ভেঙ্গে নগদ ৮০ হাজার টাকা ১৩ ভরি স্বর্ণালংকার, দু’টি মোবাইল ফোনসহ প্রায় ৯ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। গতকাল সোমবার সকালে বাড়ির লোকজনে মুমুর্ষ অবস্থায় গৃহকর্তা জাহাঙ্গীর হোসেন ফকির, তার মা আছিয়া বেগম, পুত্র সোহান ফকির ও ভাগ্নি লিজা আক্তারকে অচেতন অবস্থায় উদ্ধার করে গৌরনদী হাসপাতালে ভর্তি করেন।