নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী পৌর এলাকার দিয়াশুর মহল্লায় রবিবার রাতে বিষধর সর্পদংশনে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে।
জানা গেছে, ওই মহল্লার কালাম ওরফে কালু প্যাদার পুত্র দিয়াশুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর ছাত্র কামরুল ইসলামকে (১২) রবিবার সন্ধ্যায় নিজগৃহে বসে বিষধর সাপে দংশন করে। তাৎক্ষনিক তাকে স্থানীয় ওঝা দিয়ে ঝাঁড়ফুক দেয়া হয়। এতেও কামরুলের অবস্থার কোন উন্নতি না হওয়ায় ওইদিন রাত সাড়ে আটটার দিকে তাকে গৌরনদী হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে সর্পদংশনের ইনজেকশন না থাকায় তাকে কোন চিকিৎসা দেয়া যায়নি। একপর্যায়ে ওইদিন রাত নয়টার দিকে কামরুল মৃত্যুর কোলে ঢলে পরে।