নিজস্ব সংবাদদাতা ॥ উজিরপুর উপজেলার শিকারপুর গ্রামে সোমবার রাতে খাবারের সাথে চেতনানাশক ঔষধ খাইয়ে একই পরিবারের ৫ জনকে আচেতন করে নগদ টাকাসহ ঘরের মালামাল লুটে নিয়েছে অজ্ঞাতনামা দুস্কৃতকারীরা। মঙ্গলবার সকালে মুর্মুর্ষ অবস্থায় ওই ৫জনকে প্রথমে উজিরপুর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ওইদিন বিকেলে তাদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, ওই গ্রামের মিয়াবাড়ির মাইদুল হকের বসত ঘরের খাবারের সাথে দুস্কৃতকারীরা চেতনানাশক ঔষধ মিশিয়ে রাখে। রাতের খাবার খেয়ে গৃহকর্তা মাইনুল হক পরিবারের ৫ জন অচেতন হয়ে পরে। এ সুযোগে দুস্কৃতকারীরা ঘরে প্রবেশ করে নগদ অর্ধ লক্ষাধিক টাকাসহ মূল্যবান মালামাল লুট করে নেয়।