নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের উজিরপুর উপজেলার ধামুরা বন্দরে মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে র্যাব সদস্যরা পঞ্চাশ হাজার টাকার জাল নোটসহ এক ইউপি সদস্য ও তার এক সহযোগীকে আটক করেছে।
বরিশাল র্যাব-৮ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে ধামুরা বন্দর সংলগ্ন কাশিং গ্রামের ইউপি সদস্য মোঃ ফারুক হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকার জাল নোটসহ ফারুক ও তার সহযোগী রফিকুল ইসলামকে আটক করা হয়। র্যাবের জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছে, তারা দীর্ঘদিন থেকে জাল টাকার ব্যবসা করে আসছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।