মাইক্রোসফট তার উইন্ডোজ এইট ভিত্তিক অ্যাপ স্টোর উইন্ডোজ স্টোরটি এখন সকল ডেভেলপার প্রতিষ্ঠান এবং একক ডেভেলপারদের জন্য উন্মুক্ত করে দেবার ঘোষণাদিল। এর মাধ্যমে বিশ্বের সকল ডেভেলপারের কাছে উইন্ডোজ স্টোরকে পৌঁছে দেবার যে লক্ষ্য প্রতিষ্ঠানটি নিয়েছিল তার শেষ স্তম্ভ পার করলো তারা। এছাড়া আরো ৮২টি বাজার থেকে অ্যাপ সাবমিশন করা সম্ভব হবার খবর দিয়েছে প্রতিষ্ঠানটি। এর ফলে বিশ্বের সর্বমোট ১২০ টি বাজার এখন থেকে উইন্ডোজ স্টোরে তাদের অ্যাপ্লিকেশন প্রকাশ করতে পারবে। বাংলাদেশ এর মাঝে অন্তর্ভুক্ত বলে জানিয়েছে মাইক্রোসফট বাংলাদেশ।
আজ পর্যন্ত উইন্ডোজ স্টোরটি শুধুমাত্র কোম্পানি অ্যাকাউন্ট এর জন্য উন্মুক্ত ছিল, এবং ডেভেলপারেরা কোন অ্যাপ সাবমিট করতে চাইলে বিশেষ ধরণের টোকেনের প্রয়োজন ছিল। ধারণা করা হচ্ছে আজকের ঘোষণার পর উইন্ডোজ স্টোর ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হবার আগেই ডেভেলপারেরা দ্রুত তাদের অ্যাপগুলো সাবমিট করবে।
এর সাথে সাথে সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটি জানিয়েছে এমএসডিএন সাবস্ক্রাইবাররা যেন উইন্ডোজ স্টোরে অ্যাপ সাবমিট করতে পারে সেজন্য এক বছর মেয়াদী উইন্ডোজ স্টোর ডেভেলপার অ্যাকাউন্ট এর সাবস্ক্রিপশন বিনামূল্যে দেয়া হবে। এই সুবিধা ভিজুয়াল স্টুডিও প্রফেশনাল, টেস্ট প্রফেশনাল, প্রিমিয়াম, আল্টিমেট ড্রিমস্পার্ক এবং বিজস্পার্কদের জন্য। অন্যান্যদেরকে সদস্য মূল্য প্রদান করতে হবে, ব্যক্তিগত পর্যায়ে $৪৯ মার্কিন ডলার আর কোম্পানি পর্যায়ে সদস্যপদের জন্য $৯৯ মার্কিন ডলার দিতে হবে।
উইন্ডোজ স্টোর এ ডেস্কটপ এবং মেট্রো-স্টাইল অ্যাপ রাখা হবে। তবে ডেস্কটপ সফটওয়্যার উন্নয়নকারীরা সরাসরি তাদের সফটওয়্যারগুলো এখান থেকে বিক্রয় করতে পারবেন না। বরং আগ্রহী গ্রাহককে উইন্ডোজ স্টোরের লিঙ্ক অনুসরণ করে ডেভেলপারের নিজস্ব সাইট থেকে ক্রয় করতে হবে।
-Priyo Tech