নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালে ভূমিহীনদের মধ্যে খাস জমি বন্টন, কৃষক ফেডারেশন নেতা হারুন ভান্ডারীর ওপর হামলার প্রতিবাদ এবং মিথ্যা মামলা প্রত্যাহারে দাবিতে বুধবার নগরীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ভূমিহীনরা। জেলা কৃষক ফেডারেশন ও কৃষাণী সভার আয়োজনে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
কৃষক ফেডারেশনের সভাপতি হারুন ভান্ডারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন হালিম মহুরী, কৃষানী সভার রেহেনা বেগম মিতু, নুর নাহার মিলি প্রমুখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। সমাবেশে বক্তারা বলেন, কৃষক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারন সম্পাদক আঃ মান্নান আজাদ বরিশালের রসুলপুরচর ও সুজনপুর চরের ভূমিদস্যুদের সঙ্গে আতাত করে হারুন ভান্ডারীকে হত্যার উদ্দেশ্যে গত ২১ জুলাই তার ওপর হামলা চালিয়েছে।