নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল সদর উপজেলার টুঙ্গিবাড়িয়া ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে আশ্রাফ আলী সিকদার (৩৫) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। বুধবার সকালে ওই এলাকার নরকাঠী গ্রামে অবস্থিত বরিশাল বিভাগীয় শারিরিক শিক্ষা কলেজ মাঠে এ ঘটনা ঘটে। আশ্রাফ আলী সিকদার নরকাঠী গ্রামের মোঃ কদম আলী সিকদারের পুত্র।
শারিরিক শিক্ষা কলেজের সহকারী অধ্যক্ষ মোঃ হাকিম মিয়া জানান, সোমবার রাতে ওই এলাকার বিদ্যুতের কিছু তার চুরি হয়। বিষয়টি বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতিকে জানানো হয়েছে। এর প্রেক্ষিতে পল্লী বিদ্যুতের কর্মীরা মঙ্গলবার লাইন সংযোগের কাজ করে। কিন্তু তারা পুরো কাজ সমাপ্ত না করেই কলেজ মাঠে থাকা বিদ্যুতের ট্রান্সফরমার সাথে বিদ্যুতের সংযোগ দেয়। বুধবার সকাল ১০টার দিকে দিনমজুর আশ্রাফ আলী কলেজে মাঠে কাজ করতে এসে ট্রান্সফরমাটির উপর হাত রাখে। এতে সঙ্গে সঙ্গে সে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়। তাৎক্ষনিক তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষনা করেন।