নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সুরেন্দ্র ভবন ছাত্রাবাসের পরিত্যক্ত ভবনের ছাদ বুধবার দুপুরে ধসে পরেছে। এ সময় কয়েকজন ছাত্র ওই ভবনে অবস্থান করলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি।
ছাত্রাবাসে বসবাসরত বিএম কলেজের রাষ্ট্রবিজ্ঞান ৪র্থ বর্ষের ছাত্র এ.এম বশির বলেন, দীর্ঘদিনের পুরানো ভবনটি পরিত্যক্ত ঘোষনা করা হলেও ওই ভবনের একটি কক্ষে খাবার ও টিভির রুম হিসেবে ব্যবহার করা হতো। বুধবার দুপুরে ভাত খাওয়ার সময় পাশের রুমের ছাদ ধসে পরে। অল্পের জন্য ছাত্ররা বড় ধরেন দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে বলেও বশির উল্লেখ করেন। সকাল থেকে বৃষ্টি হওয়ার করনেই ছাদ ধসে পরেছে বলে জানান ইরেজী ২য় বর্ষের ছাত্র বাবুল দত্ত। তিনি বলেন, ভবন পরিত্যক্ত করা হলেও এর দু’পাশেই টিনের ঘরে ছাত্ররা বসবাস করছে। পুরো ভবনটি ধসে পরলে তা গিয়ে টিনের ঘরেই পরবে। এতে বড় ধরনে দুর্ঘটনা ঘটতে পারে। সুরেন্দ্র ভবন ছাত্রাবাসের তত্বাবধায়ক বেগম শাহ শাজেদা ঘটনাস্থল পরিদর্শন করে জানান, ভবনটির ছাদ বা দেয়াল ধসে পরার ঘটনা নতুন কিছু নয়। ইতোমধ্যে গণপূর্ত বিভাগ ও বরিশাল সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ ওই ভবনটিকে পরিত্যক্ত ঘোষনা করেছে। তিনি আরো জানান, পরিত্যক্ত ভবনটি ভেঙ্গে ফেলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন করা হয়েছে। এছাড়া ছাত্রাবাসের ছাত্রদের জন্য নতুন খাবার ও টিভি দেখার রুম তৈরি করে দেয়ার পরিকল্পনাও গ্রহন করা হয়েছে।