দক্ষিণাঞ্চলে অনির্দিষ্ট সময়ের জন্য পন্যবাহী যানবাহন ধর্মঘট শুরু

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল বিভাগীয় ট্রাক মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে শনিবার সকাল থেকে দক্ষিণাঞ্চলের ৬ জেলায় অনির্দিষ্ট সময়ের জন্য পন্যবাহী যানবাহন ধর্মঘট শুরু হয়েছে। সকাল ৬ টা থেকে এ ধর্মঘট শুরু হয়েছে বলে জানিয়েছেন বরিশাল ট্রাক শ্রমিক ইউনিয়নের গড়িয়ারপাড় ইউনিটের সহসভাপতি মোঃ নাসির উদ্দিন খান।

ধর্মঘটের কারনে সকাল ৬টায় তারা বরিশাল-ঢাকা মহাসড়কের বিমান বন্দরের সামনে অবস্থান নিয়েছেন। দেশের বিভিন্ন এলাকা থেকে দক্ষিণাঞ্চলের উদ্দেশ্যে কাঁচামালসহ নানা পন্য নিয়ে আসা শতাধিক ট্রাক, মিনি ট্রাক, কাভার্ড ভ্যান, পিকআপ ও লরি আটকে দেয়া হয়েছে নাসির উদ্দিন খান উল্লেখ করেন। ট্রাক টার্মিনাল নির্মান, সহজ শর্তে লাইসেন্স ও ভারী লাইসেন্স নবায়ন করা, টার্মিনাল নির্মান করা পর্যন্ত কোন সিটি ও পৌর ট্যাক্স আদায় না করা, ইলিশা, ভেদুরিয়া ও লাহারহাট ফেরী ঘাটে চাঁদাবাজি বন্ধসহ ওজন মেশিন স্থাপন করে ওভার লোড বন্ধ করার দাবিতে এ ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।