সহপাঠী কলেজ ছাত্রীর খুনীদের ফাঁসির দাবিতে মহাসড়ক অবরোধ – মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

নিজস্ব সংবাদদাতা ॥ গৌরনদী উপজেলার মাহিলাড়া ডিগ্রী কলেজের বিএ শেষবর্ষের মেধাবী ছাত্রী কেয়ামনি খানমের হত্যকারী খুনীদের গ্রেফতারসহ ফাঁসির দাবিতে শনিবার সকালে মহাসড়ক অবরোধ করে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নিহতের সহপাঠীরা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ঘন্টাব্যাপী বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। পরবর্তীতে প্রসাশনের আশ্বাসে বিক্ষুব্ধরা অবরোধ প্রত্যহার করে নেয়।

মাহিলাড়া ডিগ্রী কলেজের শিক্ষার্থীদের আয়োজনে বরিশাল-ঢাকা মহাসড়কের কলেজের সম্মুখে বেলা এগারোটায় অনুষ্ঠিত মানববন্ধনের সাথে একাত্বতা প্রকাশ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা অংশগ্রহন করেন। বৃষ্টি উপেক্ষা করে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বিক্ষুব্ধরা বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এসময় বিক্ষুব্ধরা কেয়া মনির খুনী ঘাতক স্বামী খোরশেদুল আলম মিলনকে গ্রেফতার ও গ্রেফারকৃত ভাড়াটিয়া খুনী আব্দুর রহিম মিরাজী ওরফে রনক ও আরমানের ফাঁসির দাবি করেন।

দুপুর বারোটার দিকে স্থানীয় পুলিশ প্রসাশন ও কলেজের অধ্যক্ষ বিচারের আশ্বাস দিলে বিক্ষুব্ধরা অবরোধ প্রত্যহার করে নেন। পরে মাহিলাড়া ডিগ্রী কলেজ ক্যাম্পাসে এক প্রতিবাদ সমাবেশ কলেজ গবনিং বডির সদস্য রেজাউল করিম বয়াতীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন মাহিলাড়া ডিগ্রী কলেজের উপ-অধ্যক্ষ আলী আকবর মিয়া, অধ্যাপক তৌহিদুল ইসলাম ইরান, ইউপি সদস্য জালাল সরদার, হুমায়ুন বয়াতী, হারুন সরদার, কালাম মৃধা, হুমায়ুন আকন, স্বজল দাস, নিহতের বোন মুক্তা খানম, মামা এইচ.এম মুসা, কাকা ছালেক সরদার, মাহিলাড়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শহিদুল ইসলাম শহিদ, শিক্ষার্থী শহিদুল ইসলাম, সংঙ্গীত সিকদার, কায়েস আহম্মেদ, সুমি আক্তার, সিমু খানম প্রমুখ।

উল্লেখ্য, স্বামী খোরশেদুল আলম মিলনের অন্ধকার জগতের তথ্য ফাঁস করায় স্ত্রী কেয়ামনি বেগমকে (২৪) ঢাকার ভাড়াটিয়া বাসায় বসে গত ১৫ সেপ্টেম্বর রাতে অমানুষিক নির্যাতন চালিয়ে হত্যা করে স্বামী ও তার ভাড়াটিয়া লোকজনে। এ ঘটনায় নিহতের ভাই রিয়াদ হোসেন বাদি হয়ে চার জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ভাড়াটিয়া খুনী আব্দুর রহিম মিরাজী ওরফে রনক ও আরমানকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছেন।

সহপাঠী কলেজ ছাত্রীর খুনীদের ফাঁসির দাবিতে মহাসড়ক অবরোধ - মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ