ক্লোজআপ ওয়ানের অডিশন রাউন্ডে বরিশালে দু’দিনে ইয়েস কার্ড পেয়েছে ১১ জন প্রতিযোগী

নিজস্ব সংবাদদাতা ॥ ক্লোজআপ ওয়ানের বরিশাল জেলার অডিশন রাউন্ডের দ্বিতীয় দিনে বুধবার ৫ জন প্রতিযোগী ইয়েস কার্ড পেয়েছেন। এরপূর্বে মঙ্গলবার ৬ জন প্রতিযোগী ইয়েস কার্ড পেয়েছিলেন। দু’দিনে সর্বমোট ১১ জন প্রতিযোগী ইয়েস কার্ড পেয়েছেন। যারমধ্যে দু’জন ছেলে ও ৯ জন মেয়ে।

শেষদিনের বুধবার ইয়েস কার্ড বিজয়ীরা হলেন-বরিশালের মেয়ে মনিষা হাওলাদার, ফরিদপুরের জান্নাতুল ফেরদৌসী, বরগুনার অঞ্জলী বিশ্বাস, পিরোজপুরের পূর্নিমা ও বরিশালের সন্তান গৌতম চন্দ্র ঢালী। মঙ্গলবার অডিশন রাউন্ডের প্রথম দিনে ইয়েসকার্ড বিজয়ীরা হলেন- ভোলার নিবেদিতা মন্ডল, আঁখি দেব, বরিশালের তানজীরা আহমেদ আইত, পিরোজপুরের শ্রেয়সী, পটুয়াখালীর সাগর রায়  ও সাথী নাথ।

বরিশাল অঞ্চলের প্রাথমিক বাছাই পর্বের বিচারকের দায়িত্ব পালন করেন-অনুপ ভট্টাচার্য, সাবা তানি, সুজেয় শ্যাম, এলিটা করিম, মোহাম্মদ শাহনেওয়াজ, জালাল আহমেদ, লাবু রহমান, তানিম। গত ২ অক্টোবর থেকে বরিশাল অঞ্চলের প্রাথমিক বাছাইপর্বের রাউন্ড শুরু হয়। অডিশন রাউন্ডের প্রাথমিক বাছাই পর্ব চলে বরিশাল ক্লাবের অমৃত লাল দে মিলনায়তনে।

ক্লোজআপ ওয়ানের অডিশন রাউন্ডে বরিশালে দু’দিনে ইয়েস কার্ড পেয়েছে ১১ জন প্রতিযোগী