গৌরনদীতে পৃথক হামলায় কলেজ ছাত্রীসহ ৭ জন আহত

নিজস্ব সংবাদদাতা ॥ বাড়ির সম্পত্তি নিয়ে বিরোধ ও গাঁজা সেবনে বাঁধা দেয়ার বরিশালের গৌরনদী উপজেলার বাহাদুরপুর ও কসবা গ্রামে পৃথক হামলায় কলেজ ছাত্রীসহ সাতজন আহত হয়েছে। গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় থানায় পৃথক ভাবে মামলা দায়ের করা হয়েছে।

জানা গেছে, বাহাদুরপুর গ্রামের মতিউর রহমান সিকদারের সাথে একই বাড়ির প্রভাবশালী সেলিম সিকদার গংদের দীর্ঘদিন থেকে বাড়ির সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে। পূর্ব বিরোধের জেরধরে প্রভাবশালী সেলিম ও তার ভাড়াটিয়া লোকজনে গত শনিবার রাতে পরিকল্পিত ভাবে হামলা চালিয়ে গুরুতর আহত করে মতিউর রহমানের পুত্র রেজাউল সিকদার, শাহিনুর বেগম ও লাইজু খানমকে। এরপূর্বে প্রভাবশালী প্রতিপক্ষ সেলিম ও তার লোকজনে হামলা চালিয়ে গুরুতর আহত করেছিলো মতিউর রহমানকে। একইদিন বিকেলে পৌর এলাকার বড় কসবা মহল্লার বাসিন্দা সেনা সদস্য আজাহার ফকিরের স্ত্রী রাশিদা বেগম, কন্যা কলেজ ছাত্রী সুমাইয়া আক্তার সুখী, স্কুল পড়ুয়া ছাত্রী লাকী আক্তার ও লামিয়া আক্তারকে পিটিয়ে আহত করেছে একই মহল্লার বখাটে যুবক সেরজন মাল, সাইফুল ইসলাম ও হিরন মাল। বখাটেরা সেনাসদস্যর রান্নাঘরে ঢুকে গাঁজা সেবন করছিলো। এতে বাঁধা দেয়ায় ক্ষিপ্ত হয়ে হামলা চালিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়।