বরিশাল বিভাগীয় কমিশনারের অনুরোধে দক্ষিণাঞ্চলের অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার

নিজস্ব সংবাদদাতা ॥ ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে বরিশাল বিভাগীয় মালিক শ্রমিক সমন্বয় পরিষদের ডাকা অনির্দিষ্ট কালের জন্য বাস ধর্মঘট কর্মসূচী শুরু হওয়ার নয় ঘন্টা আগেই গতকাল মঙ্গলবার প্রত্যাহার করে নেয়া হয়েছে। বরিশাল বিভাগীয় কমিশনারের অনুরোধে এ ধর্মঘট কর্মসূচী প্রত্যাহার করে নেয়ার ঘোষনা দিয়েছেন সমন্বয় পরিষদের নেতারা।

জানা গেছে, গতকাল মঙ্গলবার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় বিভাগীয় কমিশনার নূরুল আমিনের সভাপতিত্বে দীর্ঘ চার ঘন্টা প্রশাসন ও বাস মালিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ মনিরুজ্জামান, ঝালকাঠী জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাস, পুলিশ সুপার মজিদ আলী, বরিশাল বিভাগীয় সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের আহবায়ক আজিজুর রহমান শাহীন, ঝালকাঠী জেলা পরিষদের প্রশাসক ও ঝালকাঠী বাস মালিক সমিতির সভাপতি মোঃ শাহ-আলম।

সভা শেষে মঙ্গলবার বিকেলে সমন্বয় পরিষদের আহবায়ক আজিজুর রহমান শাহীন সাংবাদিকদের জানান, আগামী ১০দিনের মধ্যে বিভাগীয় কমিশনার মহাসড়কে চলাচলকারী অবৈধ আলফা মাহেন্দ্রা, নছিমন, করিমন, ইজিবাইক, ম্যাজিক, ভটভটি, ভাড়ায় চালিত মটরসাইকেল বন্ধ করার জন্য যথাযথ পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন। ফলে তাদের পূর্ব ঘোষিত আজ বুধবার থেকে দক্ষিণাঞ্চলের সকল রুটের পরিবহন ধর্মঘট প্রাথমিক ভাবে প্রত্যাহার করে নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিভাগীয় কমিশনার ১০ দিনের মধ্যে উল্লেখিত শর্ত পূরনে ব্যর্থ হলে পুর্নরায় তারা ধর্মঘট কর্মসূচীর ঘোষনা করবেন।