নিজস্ব সংবাদদাতা ॥ ভূমি খোকো অপসোনিন গ্রুপের পক্ষে তাদের ভাড়াটিয়া লোকজনে এবার বরিশাল নগরীর দপদপিয়া এলাকার কীর্তনখোলা নদীর তীরবর্তী বিদুৎ প্লান্টের নির্ধারিত জমি দখল করে বালু ভরাটের কাজ অব্যাহত রেখেছে। একুশে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালামের গৃহিত প্রকল্পের ২০ একর জমিতে গত এক সপ্তাহ থেকে দিন-রাত সমান তালে ড্রেজার দিয়ে বালু ভরাটের কাজ চলছে।
সংশ্লিষ্ট ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, এরপূর্বে অপসোনিন কোম্পানী কীতর্নখোলা নদীর তীর ঘেঁষে জেগে ওঠা চরের ৩২ একর জমি দখল করে বাউন্ডারী ওয়াল নির্মান করেছেন। বর্তমানে বিদুৎ প্লান্টের জমি দখলের ঘটনায় স্থানীয় সচেতন মহলের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। একুশে টিভির জমি দখল করে মাটি ভরাটের ঘটনায় বিদুৎ প্লান্টের লোকজনে গত চারদিন পূর্বে অপসোনিনের কর্মচারী আব্দুর রাজ্জাককে আটক করে জুতা পেটা করেছেন। এ সময় অপসোনিনের মূল ভাড়াটিয়া মোঃ রফিক ঘটনাস্থল থেকে পালিয়ে রক্ষা পায়।
সূত্রে আরো জানা গেছে, অপসোনিন কোম্পানীর বিরুদ্ধে ভূমি দখল সহ বিভিন্ন কারনে আটটি মামলা দায়ের ও দুটি মামলায় গ্রেফতারী পরোয়ানা জারী করা হলেও প্রভাবশালী ও ক্ষমতাধর হওয়ায় তাদের বিরুদ্ধে আজো কার্যকরী কোন ব্যবস্থা গ্রহন করা সম্ভব হয়নি। নগরীর সচেতন মহলের মতে, অপসোনিন কোম্পানীর লোকজনে নদী দখল, বিদুৎ প্লান্টের জমি দখল করে বালু ভরাট ও নগরীর প্রাণকেন্দ্রে তাদের কোম্পানীর মাধ্যমে পরিবেশ বিপর্যয় করে চললেও রহস্যজনক কারনে তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলছেন না।