নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল নগরীতে ছাত্র শিবির পরিচালিত দুটি মেডিকেল কোচিং সেন্টারে মঙ্গলবার রাতে হামলা চালিয়ে ভাংচুর করেছে ছাত্রলীগের কর্মীরা। এসময় শিবিরের ৫ কর্মীকে মারধর করে পুলিশের কাছে সোর্পদ করা হয়েছে।
জানা গেছে, মহানগর ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিনের নেতৃত্বে মঙ্গলবার রাত আটটার দিকে নগরীর পলিটেকনিক রোড এলাকায় অবস্থিত শিবির পরিচালিত রেটিনা মেডিকেল কোচিং সেন্টারে হামলা চালানো হয়। এসময় ছাত্রলীগ নেতা-কর্মীরা কোচিং সেন্টারের ভেতরে ঢুকে ব্যাপক ভাংচুর করে। হামলায় কোচিং সেন্টারে থাকা বাবুল ও আব্দুল হাই নামের দু’শিবির কর্মীকে মারধর করে আহত করার পর পুলিশ তাদের উদ্ধার করে। এ ঘটনার এক ঘণ্টা পর রাত নয়টার দিকে নতুন বাজার এলাকায় অবস্থিত শিবির পরিচালিত ফোকাস নামের অপর কোচিং সেন্টারে হামলা চালিয়ে ভাংচুর করে ছাত্রলীগ কর্মীরা। সেখান থেকে দু’শিবির কর্মীকে মারধরের পর পুলিশের কাছে সোপর্দ করা হয়।
মহানগর ছাত্রলীগের সভাপতি মোঃ জসিম উদ্দিন হামলা ও ভাংচুরের অভিযোগ অস্বীকার করে বলেন, শিবিরের ক্যাডাররা নগরীতে নাশকতা সৃষ্টির চেষ্টা করছে এমন খবরে রেটিনা ও ফোকাস কোচিং সেন্টার থেকে ৫ শিবির কর্মীকে আটকের পর পুলিশের কাছে সোর্পদ করা হয়েছে। কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম কবির জানান, সরকার বিরোধী লিফলেট ও বই রাখার অভিযোগে শিবির কর্মী আব্দুল হাই, বাবুল হোসেন, গাজী মুসা, রুহুল আমীন ও আতিক হোসেনকে আটক করা হয়েছে।