নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী উপজেলার ৬ নং বাটাজোর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সদস্য পদের উপ নির্বাচনে খোকন সিকদার বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
উপজেলা নির্বাহী অফিস সুত্রে জানা গেছে, গৌরনদী উপজেলার ৬ নং বাটাজোর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সদস্য আব্দুল মজিদ সিকদার ওরফে নাগর মিয়া হৃদরোগে আক্রান্ত হয়ে গত ৩০ জুলাই রাতে মারা যান। তার মৃত্যুতে সদস্য পদটি শূণ্য হয়ে পরে। উপ-নির্বাচনের জন্য উপজেলা নিবার্হী অফিসার ও রিটানিং অফিসার তফসিল ঘোষনা করেন। নির্বাচনে সাবেক ইউপি সদস্য মরহুম মজিদ সিকদারের পুত্র খোকন সিকদার ৫৭১ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধি মোঃ শাহজাহান সরদার পেয়েছেন ৩৯৯ ভোট।
গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী জানান, জয়শুড়কাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জয়শুড়কাঠি ও ঘেয়াঘাট গ্রামের মোট ১ হাজার ৩২০ ভোটের মধ্যে ১ হাজার ৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এরমধ্যে ৩৪ টি ভোট বাতিল হয়ে যায়।