মাহিলাড়ায় বিনামূল্যে বোরো ধানের বীজ বিতরন

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়ায় লবন সহিষ্ণু ধান বীজ ব্রি ধান-৪৭, ব্রি ধান-২৮ ও ২৯ এবং বিনা-৮ জাতের এক হাজার পাঁচ’শ কেজি উচ্চফলনশীল বোরো ধানের বীজ বিতরন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে ইউএসএইডের আর্থিক সহায়তায় এবং আন্তর্জাতিক ধান গবেষনা ইনিস্টিটিউটে’র (ইরি) সাসটাইনেবল রাইস সিড প্রোডাকশন এন্ড ডেলিভারি সিস্টেম-এসআরসিপিডিএস প্রকল্পের আওতায় ছয়’শ কৃষক-কৃষানীদের মাঝে বিনামূল্যের ধানের বীজ বিতরন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু।

গৌরনদী উপজেলার মাহিলাড়া  ইউনিয়ন পরিষদের মাধ্যমে বেসরকারী সংস্থা কনসার্ন অন ন্যাশনাল প্রোবেলেমস-কনপের আয়োজনে ইউনিয়ন পরিষদের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপ-সহকারী কৃষি অফিসার সুকুমার চন্দ্র দাস। বক্তব্য রাখেন ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, ওয়াজেদ আলী বেপারী, বীর মুক্তিযোদ্ধা এইচ.এম হারুন-অর রশিদ, জালাল সরদার, চাঁনমনি দেওয়ান, হাসনা হেনা, ইউপি সচিব মোঃ মাহতাব হোসেন প্রমুখ।

উল্লেখ্য, আন্তর্জাতিক ধান গবেষণা ইনিস্টিটিউটে’র (ইরি) সাসটাইনেবল রাইস সিড প্রোডাকশন এন্ড ডেলিভারি সিস্টেম- এসআরসিপিডিএস প্রকল্পের আওতায় চলতি বোরো মৌসুমে বরিশাল বিভাগে মোট ২ লক্ষ ৪০ হাজার ৭’শ কেজি উচ্চফলনশীল বোরো ধানের বীজ বিতরন করা হবে।