নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদীতে প্রাথমিক শিক্ষা সমাপনি পরিক্ষার্থীদের গতকাল শুক্রবার সকালে সংবর্ধনা ও শিক্ষা উপকরন বিতরন করা হয়।
স্থানীয় কাউন্সিলর স্বজল কাজী, ব্যাবসায়ী মাহাবুব আলম ও কাজী আলআমীনের অর্থায়নে বড় কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আলোচনা সভা স্কুল পরিচালনা কমিটির সভাপতি খাদিজা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত এনএসআই’র উপ-পরিচালক এসকেন্দার আলী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি টিএম আলতাফ হোসেন, পৌর কাউন্সিলর কাজী তৌহিদুর রহমান স্বজল, টরকী বন্দর পরিবেশক সমিতির সভাপতি মাহাবুব আলম, সাধারন সম্পাদক কাজী আলআমীন, কাজী মাসুকুর রহমান। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক কুতুব উদ্দিন, শাহানাজ পারভীন প্রমুখ। শেষে ৪৪ জন পরিক্ষার্থীকে সংবর্ধনা শেষে শিক্ষা উপকরন বিতরন করা হয়।