সরকারের সকল সেক্টরে চরম দুর্নীতি চলছে – চরমোনাই পীর

শাহীন হাসান, বরিশাল ॥ চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মাওলানা সৈয়দ রেজাউল করীম বলেছেন, সরকারের সকল সেক্টরে চরম দুর্নীতি, অব্যবস্থাপনার কারনে একের পর এক ভয়াবহ দূর্ঘটনা ঘটেছে। ঢাকার আশুলিয়ায় গামেন্টেসে ভয়াবহ অগ্নিকান্ড এবং চট্রগ্রামের ফ্লাইওভার ধ্বসে নিহত-আহতদের যথাযথ আর্থিক অনুদান প্রদানসহ দায়ীদের খুজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান চরমোনই পীর।

চরমোনাই’র বার্ষিক মাহফিলে মঙ্গলবার দ্বিতীয় দিনে দুপুরে অনুষ্ঠিত ওলামা-মাশায়েখ ও সুধী সম্মেলনে চরমোনাই পীর আরো বলেন, দেশের গার্মেন্টস কর্মীরা মানবেতর জীবনযাপন করে। ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমেই একমাত্র শ্রমিকদের বঞ্চনার অবসান করা সম্ভব। ইসলামী আন্দোলনের সদস্য ও কর্মী তৈরী এবং আগামী নির্বাচনে হাতপাখা মার্কায় বিপুল সমর্থন আদায়ে গণসংযোগ বৃদ্ধি করতে অনুসারীদের প্রতি আহবান জানান চরমোনাই পীর। ওলামা-মাশায়েখ সুধী সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মাওলানা নুরুল হুদা ফয়েজী, মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ, চরমোনাই পীরের রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, মাওলানা আতাউর রহমান আরেফী, মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা নেছার উদ্দিন, বরকতুল্লাহ লতিফ, জাতীয় ওলামা-মাশায়েখ-আইম্মাহ পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক মাওলানা খালেদ সাইফুল্লাহ প্রমুখ।