বিজয় থেকে বিজয় – ঐতিহ্যবাহী বরিশাল প্রেসক্লাবের আনন্দ ভ্রমণ ১৬ ডিসেম্বর

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে ঐতিহ্যবাহী বরিশাল প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমন অনুষ্ঠিত হবে সাগরকন্যা কুয়াকাটায়। এবারের আনন্দ ভ্রমনের শিরোনাম ‘বিজয় থেকে বিজয়’। সম্প্রতি বরিশাল প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভায় উপস্থিত সদস্যের মতামতের ভিত্তিতে এবং সাধারন সদস্যদের আগ্রহের কথা বিবেচনা করে আনন্দ ভ্রমনের বিষয়টি অনুমোদন করেন ক্লাবের সভাপতি অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল ও সাধারন সম্পাদক লিটন বাশার। সভায় বরিশাল প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক কাজী মিরাজ মাহমুদকে আহবায়ক এবং কোষাধ্যক জিয়া শাহিন ও কার্যনির্বাহী সদস্য মোশারেফ হোসেন কে সদস্য করে একটি বাস্তবায়ন কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা আনন্দ ভ্রমনকে সফল করতে ইতোমধ্যেই নানা উদ্যোগ গ্রহণ করেছেন।

সন্ধ্যা হলেই অলোক সজ্জায় বর্নিল হয়ে ওঠে ঐতিহ্যবাহী বরিশাল প্রেসক্লাব ভবন। ১৫ ডিসেম্বর রাত ১২টায় বরিশাল থেকে কুয়াকাটার দিকে রওয়ানা করবেন প্রেসক্লাবের শতাধিক সদস্য। আনন্দ ভ্রমনে র‌্যাফেল ড্র ছাড়াও থাকছে, প্রীতি ফুটবল টুর্নামেন্ট সহ আনন্দময় বিভিন্ন ধরনের স্পোর্টস গেইম। রয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রথম বিজয়ী পাবেন রঙিন টেলিভিশন। এছাড়াও অংশগ্রহণকারী প্রত্যেক সদস্যের জন্য থাকছে, টি শার্ট, আনন্দ ভ্রমনের স্মারক ক্রেস্ট সহ বাহারি সব পুরস্কারের ব্যবস্থা। সবমিলিয়ে এবারের আনন্দ ভ্রমনকে বর্ণিল করে তুলতে বরিশাল প্রেসক্লাবের সদস্যদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ।