নিজস্ব সংবাদদাতা ॥ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফকরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রতাহারের দাবিতে শনিবার সকালে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বরিশাল জেলা বিএনপি।
বরিশাল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি এ্যাডভোকেট বিলকিস জাহান শিরিনের নেতৃত্বে সকাল ১১টা নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে মানববন্ধন চলাকালীন সময় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা হাবিবুর রাহমান টিপু, এ্যাডভোকেট আকতারুজ্জামান শামীম, জিএম আতায়ে রাব্বি, শামিমা আকবর, আমিনুল ইসলাম লিপন, আহাম্মেদ জাকি অনুপম প্রমূখ।