বরিশাল সংবাদদাতা ॥ ’৫২-র ভাষা সৈনিক, ৭১’ বীর মুক্তিযোদ্ধা, বরিশাল বারের প্রবীণ আইনজীবী, জেলার বিশিষ্ট ফুটবলার ও নগরীর দক্ষিণ আলেকান্দার বাসিন্দা এ্যাডভোকেট মীর আশরাফ উদ্দিন আহম্মেদ ওরফে আশু ভাই আর নেই। মঙ্গলবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির….রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৮ বছর। তিনি ৩ পুত্র, ৩ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শোভাকাঙ্খী রেখে গেছেন। তার মৃত্যুর খবরে পুরো নগরীজুড়ে শোকের ছায়া নেমে আসে। ওইদিন দুপুর বারোটায় বরিশাল বার এসোসিয়েশন প্রাঙ্গনে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এসময় বার এসোসিয়েশনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ক্রীড়া ও সুশীল সংগঠনের পক্ষ থেকে তার মরদেহে ফুলের তোড়া দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়। একইদিন বাদ আছর নগরীর দক্ষিণ আলেকান্দা নূরীয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে রাষ্ট্রীয় মর্যাদায় দ্বিতীয় জানাজা শেষে নগরীর বগুড়া রোডস্থ মুসলীম গোরস্তানে দাফন করা হয়।
তার মৃত্যুতে জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ, সাধারন সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস-এমপি, মহানগর আ’লীগের সভাপতি ও বিসিসি’র মেয়র শওকত হোসেন হিরন, সাধারন সম্পাদক এ্যাডভোকেট আফজালুল করিম, অগ্রনী ব্যাংকের পরিচালক এ্যাডভোকেট বলরাম পোদ্দার, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ কুতুব উদ্দিন, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজুল ইসলাম ঝন্টু, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক-বীর প্রতীক, আক্কাস হোসেন, বাকেরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সামচুল আলম চুন্নু, পৌর মেয়র লোকমান ডাকুয়া, বিশিষ্ট ক্রীড়াবিদ জগলুর রশিদ, শুভব্রত দত্ত গভীর শোক ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।