বরিশালে পাঁচদিন পর দু’জনের লাশ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা ॥ যাত্রীবাহি লঞ্চ এমভি পারাবত-১১’র ধাক্কায় ডুবে যাওয়া বালু বোঝাই বলগেটের দু’শ্রমিকের লাশ ৫দিন পর রবিবার রাতে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া লঞ্চঘাট থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে লাশের ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, গত ১৫ জানুয়ারি সন্ধ্যায় ঢাকা থেকে যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশে ছেড়ে আসা লঞ্চ এমভি পারাবত-১১ মেহেন্দিগঞ্জের বাগাই চর এলাকা পার হওয়ার সময় লঞ্চটি একটি বালু বোঝাই বলগেটের ওপর উঠিয়ে দেয়। এতে বলগেটটি ডুবে যায়। মেহেন্দীগঞ্জ থানার ওসি আব্দুর রশিদ জানান, ডুবে যাওয়া বলগেট থেকে ডুবুরির সাহায্যে রবিবার তিন শ্রমিকের লাশ উদ্ধার করে নিহতদের স্বজনেরা। এরমধ্যে এক জনের বাড়ি মাদারীপুরে। পুলিশ খবর পাওয়ার আগেই লাশ নিয়ে স্বজনেরা মাদারীপুর চলে যাওয়ায় তার পরিচয় পাওয়া যায়নি। অপর লাশ দুটি হচ্ছে ভোলার সদর উপজেলার মৃত তাহের মাতুব্বরের পুত্র মিজান মাতুব্বর (২৭) ও বোরহানউদ্দিন উপজেলার উত্তর দালালপুর গ্রামের মফিজুল ইসলামের পুত্র মোঃ শাহাবুদ্দিন (৪০)। ওসি আরো জানান, শাহাবুদ্দিন ও মিজানের লাশ নিয়ে তাদের স্বজনেরা রবিবার রাতে ভোলার উদ্দেশ্যে রওয়ানা হয়। তবে ট্রলারের তেল শেষ হয়ে যাওয়ায় তারা তেল নেওয়ার জন্য ট্রলারটি উলানিয়া লঞ্চঘাটে ভেড়ান। এ সময় পুলিশ খবর পেয়ে ট্রলার থেকে লাশ দুটি উদ্ধার করে।