বরিশালে মাদক ব্যবসায়ীর হামলায় আহত ২ ডিবি পুলিশ
নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল নগরীতে মাদক ব্যবসায়ীর হামলায় আহত হয়েছে দুই ডিবি পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে রুপাতলীতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।
সূত্র জানায়, গতকাল মেট্রোডিবি পুলিশের একটি দল রুপাতলীর নতুনপাড়া আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে ইয়াবা সহ ২০ হাজার ২শ টাকা সহ মামুন মুন্সি নামে এক ব্যক্তিকে আটক করে। এ খবর স্থানীয় মাদক ব্যবসায়ী সুমন মোল্লা জানতে পেরে তার বোন লিপি, ভগ্নিপতি বাচ্চু, জাকির মোল্লা, মামুন সহ ৮/১০ জন মিলে ডিবি পুলিশকে মারধর করে আসামী ছিনিয়ে নিতে চেষ্টা করে। এতে পুলিশ বাধা দিলে ডিবি পুলিশের উপর হামলা চালায় সুমন মোল্লা ও তার বাহিনী। হামলায় এএসআই মনিরের নাক থেতলে ও কনষ্টবল সাইদ’র পা কেটে যায়। পরে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের সহায়তায় অভিযান চালিয়ে মামুন, লিপি, বাচ্চু ও জাকিরকে আটক করে। এ ব্যাপারে ডিবি পুলিশ সূত্র জানায়, হামলায় মূল ইন্ধনদাতা সুমন মোল্লাকে আটকের জন্য অভিযান চলছে। এদের বিরুদ্ধে পুলিশী কাজে বাধাদান ও হামলার দায়ে কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।