নিজস্ব সংবাদদাতা ॥ পিকনিকে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে সদর উপজেলা শায়েস্তাবাদে সৃষ্ট সংঘর্ষে গোলাগুলিতে ৩ জন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় রামকাঠী স্কুল সংলগ্ন বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ দু’জনকে আটক করেছে। সূত্র জানায়, বেশ কিছু দিন পূর্বে শায়েস্তাবাদের ভাইস চেয়ারম্যান বিএনপি নেতা শহিদুল ইসলাম শামিম তার নেতাকর্মীদের নিয়ে পিকনিকের আয়োজন করেছিল। সেই পিকনিকে বিএনপি নেতা শাহ আলম জোমাদ্দারকে দাওয়াত দেওয়া হয় নি। তাই পাল্টা জবাব দেওয়ার জন্য শাহ আলম আজ বৃহস্পতিবার তার নেতাকর্মীদের নিয়ে শায়েস্তাবাদের রামকাঠী স্কুল মাঠে পিকনিকের আয়োজন করে। পিকনিকে শামিমকে দাওয়াত না দিয়ে প্রধান মেহমান হিসেবে রাখা হয় শায়েস্তাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান মুন্নাকে। এ খবর শামিম জানতে পেরে আজ বৃহস্পতিবার বিকেলে পিকনিক স্পটে গিয়ে শাহ আলম জোমাদ্দার ও তার নেতাকর্মীদের পিকনিক না করার জন্য হুমকি প্রদান করে। পরে বিষয়টি মিমাংসা করে দেয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুন্না। মিমাংসা শেষে বাড়ি ফেরার পথে মুন্না জানতে পারে আবারও ভাইস চেয়ারম্যান শামিম পিকনিক স্পটে হামলা চালিয়েছে। এ খবরে সে স্কুল মাঠে রওয়ানা দিলে মাঠ সংলগ্ন বাজারে পৌছামাত্র শামিমের নেতৃত্বে কিছু লোক তাদের উপর ছড়রা গুলি বর্ষন করে দ্রুত পালিয়ে যায়। এ সময়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুন্না সহ বাশির খান (৩০) ও নাসির খান (৩৩) দুই সহদোর গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে তাদের উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। হাসপাতাল সূত্র জানায়, আহত চেয়ারম্যান মুন্নার মাথা ও পায়ে গুলি বিদ্ধ হয়েছে। তার অবস্থা আশংকা জনক। বাকি দুজন শংকা মুক্ত রয়েছেন।