নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল সরকারি ব্রজমোহন (বি.এম) কলেজের সম্মান শ্রেনীর ছাত্রী ইশরাত জাহান পনি (১৮) গতকাল বৃহস্পতিবার সকালে বিষপানে আত্মহত্যা করেছে। তার বাড়ি জেলার বানারীপাড়া উপজেলার বাইশারী গ্রামে। সে ওই গ্রামের মোঃ শাহজাহান মিয়ার কন্যা।
শাহজাহান মিয়া জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে নিজ বাড়িতে বসে পনি প্যারাসিটামল সিরাপ ভেবে ভুলবশত বিষপান করে অচেতন হয়ে পরে। পরিবারের লোকজন মুর্মুর্ষ অবস্থায় পনিকে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে সেখানে তার অবস্থার অবনতি ঘটে। তাৎক্ষনিক তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পথিমধ্যে পনি মৃত্যুর কোলে ঢলে পরে। বানারীপাড়া থানার ওসি (তদন্ত) মোঃ সরোয়ার জানান, ইশরাত জাহান পনি বিষপানে আত্মহত্যা করেছে। তবে পরিবারের সদস্যরা লোকলজ্জার কারনে বিষয়টি অন্যভাবে উপস্থাপন করছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।