নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের অধ্যক্ষর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে আন্দোলনে নেমেছে কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার কলেজের প্রত্যেকটি ভবনের ফটকে তালা ঝুলিয়ে টায়ারে অগ্নিসংযোগ করে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে কলেজের বিভিন্ন বিভাগের ভবনের প্রধান প্রধান ফটকে তালা ঝুলিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। পরে ক্যাম্পাসের বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, অধ্যক্ষর বদলীর আদেশ প্রত্যাহার না করা পর্যন্ত তাদের এ বিক্ষোভ কর্মসূচী অব্যাহত থাকবে। উল্লেখ্য, শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে গত ৩০ জানুয়ারি বরিশাল বিএম কলেজের অধ্যক্ষ ড. ননী গোপাল দাসকে খুলনা সরকারি বজ্রলাল (বিএল) কলেজে বদলী করা হয়।