আর্কাইভ

গৌরনদীতে প্রটকল চালকের জবাই করা লাশ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের প্রত্যন্ত দক্ষিণ লক্ষনকাঠী গ্রাম থেকে জবাই করা অজ্ঞাত যুবকের লাশের পরিচয় পাওয়া গেছে। শুক্রবার বিকেলে নিহতের স্বজনেরা বরিশাল মর্গ থেকে লাশ সনাক্ত করেছেন।

গৌরনদী থানার ওসি আবুল কালাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয়রা লক্ষণকাঠী গ্রামের নির্জনস্থান রাগারভাঙ্গা নামক খালের পাড়ে জবাই করা অজ্ঞাত যুবকের (২৫) লাশ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে পুলিশ হত্যার কাজে ব্যবহৃত একটি ধারালো চাক্কু উদ্ধার করেছে। গতকাল শুক্রবার সকালে লাশের ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরন করা হয়। ওসি আরো জানান, শুক্রবার বিকেলে বিমানবন্দর থানা থেকে লাশ উদ্ধার সম্পর্কে জানতে চাওয়া হলে লাশ মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানিয়েছেন। পরবর্তীতে ওই থানার মধ্যপাংশা গ্রামের আজিজ হোসেন হাওলাদার ও তার স্বজনেরা মর্গ থেকে লাশ সনাক্ত করেন। আজিজ হোসেন হাওলাদার পুলিশকে জানান, তার পুত্র জসিম হাওলাদার (২৭) দীর্ঘদিন থেকে ভাড়ায় মটরসাইকেল (প্রটকল) চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলো। বৃহস্পতিবার দুপুরে মাধবপাশা বাজার থেকে অজ্ঞাতনামা ব্যক্তিরা জসিম ও তার মটরসাইকেল ভাড়া নেয়। সেই থেকে জসিম নিখোঁজ ছিলো। প্রাথমিক ভাবে পুলিশ ধারনা করছেন, অজ্ঞাতনামা দুস্কৃতকারীরা জসিমকে জবাই করে হত্যার পর তার ব্যবহৃত সিডি হান্ডেট ব্লু রংয়ের বাজাজ মটরসাইকেলটি ছিনতাই করে নিয়েছে।

আরও পড়ুন

আরও দেখুন...
Close
Back to top button