আর্কাইভ

মেমোরী কার্ড দেয়ার কথা বলে বরিশালে স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টা – গণধোলাই

নিজস্ব সংবাদদাতা ॥ মোবাইল ফোনের মেমোরী কার্ড দেয়ার কথা বলে নির্জন বসত ঘরে ডেকে নিয়ে স্কুল পড়ুয়া এক ছাত্রীকে গতকাল বৃহস্পতিবার দুপুরে ধর্ষণের চেষ্ঠা চালিয়েছে আমিনুল ইসলাম নামের এক বখাটে যুবক। এসময় স্কুল ছাত্রীর ডাকচিৎকারে পাশ্ববর্তী বাড়ির লোকজন এগিয়ে এসে বখাটে আমিনুলকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোর্পদ করেছে। ঘটনাটি ঘটেছে বরিশালের গৌরনদী পৌর এলাকার কাছেমাবাদ মহল্লায়। বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য বখাটের পক্ষালম্বন করে স্থানীয় একটি প্রভাবশালী মহল উঠে পরে লেগেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ওই গ্রামের রিকসা চালক রফিক ফকিরের কন্যা ও মাহিলাড়া এএন মাধ্যমিক বিদ্যালয়ের অস্টম শ্রেনীর ছাত্রী ইসরাত জাহান রিমা জানান, পাশ্ববর্তী বাড়ির সৌদি প্রবাসী জালাল হাওলাদারের পুত্র আমিনুল ইসলাম বৃহস্পতিবার দুপুরে তাকে মোবাইল ফোনের মেমোরী কার্ড দেয়ার কথা বলে তার রুমে ডেকে নিয়ে যায়। হঠাৎ করে রুমের দরজা বন্ধ করে বখাটে আমিনুল তাকে ধর্ষণের চেষ্ঠা চালায়। এসময় সে ডাকচিৎকার শুরু করলে আমিনুল তার শ্লীলতাহানি করে। একপর্যায়ে বাড়ির লোকজন এগিয়ে এসে বখাটে আমিনুলকে আটক করে গণধোলাই দিয়ে থানা পুলিশের কাছে সোর্পদ করে। গৌরনদী থানার ওসি আবুল কালাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন

Back to top button