নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল নগরীতে কৌশল পরিবর্তন করে চলছে ছিনতাইয়ের ঘটনা। আইন শৃংখলা বাহিনীর ব্যাপক তৎপরতার মাঝেও ছিনতাইকারী চক্রটি এখন প্রাইভেটকারযোগে পথচারী, রিকসা আরোহীদের ব্যারিকেট দিয়ে মুহুর্তের মধ্যে ছিনতাই করে স্থান ত্যাগ করে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ছিনতাইকারীদের কবলে বেশির ভাগই পরতে হচ্ছে লঞ্চযাত্রীদের। সর্বশেষ ছিনতাইকারীদের কবলে পরে সর্বস্ত্র খুইয়েও গুরুতর আহত হয়ে হাসপাতালে শষ্যাশয়ী রয়েছেন খালেদা বেগম (৫২) নামের এক বৃদ্ধা।
গতকাল মঙ্গলবার দুপুরে নগরীর ভাটিখানা এলাকার ইউসুফ আলী খানের পুত্র ও বিচারপতি শামসুদ্দিন আহম্মেদের বেঞ্চ সহকারি মোঃ ওবায়দুল হাসান খান অভিযোগ করেন, তার মা খালেদা বেগম লঞ্চযোগে ঢাকা থেকে গত ৩ ফেব্র“য়ারি বরিশালে পৌঁছেন। ওইদিন সকাল সাতটার দিকে তার মা রিসকাযোগে ভাটিখানার বাসার উদ্দেশ্যে রওয়ানা হয়ে নগরীর গীর্জা মহল্লা এলাকার লেচু শাহ্ মাজারের সন্নিকটে পৌছামাত্রই প্রাইভেটকারযোগে ছিনতাইকারীরা তার পথরোধ করে। এসময় ছিনতাইকারীরা তার সাথে থাকা ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। ব্যাগের মধ্যে নগদ ১৬ হাজার টাকা, একটি স্বর্ণের আংটি, মোবাইল ফোন ও জরুরি কাগজপত্র ছিলো। অভিযোগে আরো জানা গেছে, ছিনতাইকারীদের হাত থেকে ব্যাগ রক্ষার চেষ্ঠা করতে গিয়ে রিকসা থেকে উল্টে পরে খালেদা বেগম গুরুতর আহত হয়ে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ওইদিনই কোতয়ালী মডেল থানায় একটি সাধারন ডায়েরী করা হয়েছে।