আর্কাইভ

বরিশালে স্কুল ছাত্রীর আপত্তিকর ছবি বানিয়ে হুমকি ॥ গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা ॥ কম্পিউটারের মাধ্যমে বরিশাল সদর উপজেলার চরকাউয়া এলাকার দশম শ্রেনীর এক স্কুল ছাত্রীর আপত্তিকর ছবি বানিয়ে এলাকায় ছড়িয়ে দেয়ার ঘটনায় পুলিশ বখাটে সুলতান খানকে সোমবার রাতে গ্রেফতার করেছে।

বন্দর থানার ওসি মোঃ রেজাউল ইসলাম জানান, কম্পিউটারের মাধ্যমে চরকাউয়া এলাকার এক স্কুল ছাত্রীর আপত্তিকর ছবি তৈরী করে স্থানীয় বখাটে যুবক জুলহাস খান। পরে তার কয়েকজন বন্ধুর মাধ্যমে ওই ছবি পুরো এলাকায় ছড়িয়ে দেয়া হয়। এ ঘটনায় সোমবার বিকেলে ওই ছাত্রীর মা বখাটে জুলহাসের পিতা চরকাউয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি সুলতান খানের কাছে বিচার চাইতে গেলে তাকে বখাটের পিতা বিভিন্ন ধরনের হুমকি প্রদর্শন করেন। এ ঘটনায় ওইদিন রাতেই স্কুল ছাত্রীর মা বাদি হয়ে সুলতান খান, তার বখাটে পুত্র জুলহাস, একই এলাকার কাঞ্চন আলীর পুত্র ও জুলহাসের ঘনিষ্ঠ বন্ধু স্বপন, আলতাফ হোসেনর পুত্র ইমরান, হাবিবুর রহমানের পুত্র আরাফাত রহমানকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। পুলিশ ওইদিন রাতেই অভিযান চালিয়ে বখাটে জুলহাস খানকে গ্রেফতার করেছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও ওসি উল্লেখ করেন।

আরও পড়ুন

Back to top button