পয়সা নদীতে জেগে ওঠা চরে সেচ ব্যবস্থা ও নৌ-চলাচল হুমকির মুখে

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট নদীতে চর জেগে ওঠায় চলতি বোরো মৌসুমে চাষাবাদের জন্য সেচ সংকট ও বন্দরের ব্যবসায়ীদের মালামাল পরিবহনকারী নৌ-যান চলাচলে বিঘœ ও ঢাকাগামী লঞ্চ চলাচল বন্ধ হওয়ার উপক্রম হয়ে দাঁড়িয়েছে। এ রুটে প্রতিদিন পয়সারহাট থেকে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ যাতায়াত করে। এ নদীপথ দিয়ে পয়সারহাট বন্দরের ব্যবসায়ীরা প্রতিদিন লক্ষ লক্ষ টাকার মালামাল ঢাকাসহ বিভিন্নস্থান থেকে পরিবহন করে আসছে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, প্রাচীণকাল থেকেই পয়সারহাট বন্দরটি নদীবন্দর হিসেবে পরিচিতি। এ নৌ-পথে দক্ষিণাঞ্চলের ঝালকাঠী, বরিশাল, স্বরুপকাঠী, বানারীপাড়া, ভোলাসহ বিভিন্ন অঞ্চল থেকে ব্যবসায়ীরা ট্রলার ও অন্যান্য নৌ-যানে মালামাল আনা নেয়া করে থাকেন। পয়সারহাট নৌ-বন্দর সংলগ্ন এলাকাসহ নদীর বিভিন্নস্থানে চর জেগে ওঠায় বর্তমানে নদীটি দিয়ে নৌ-যান চলাচলে বিঘœ সৃষ্টি হচ্ছে। পয়সারহাট নদীর ওপর রয়েছে দক্ষিণাঞ্চলের দ্বিতীয় বৃহত্তম সেতু।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, জরুরি ভিত্তিতে জনগুরুতপূর্ণ নদীটি ড্রেজিং করা না হলে পয়সারহাট নদী তার নাব্যতা হারিয়ে ধূঁ ধূঁ বালুচরে পরিণত হবে। বর্তমানে নদীর বিভিন্নস্থানে চর জেগে ওঠায় যেকোন সময় রাজধানীসহ দক্ষিণাঞ্চলের সাথে এ নদীপথে নৌ-চলাচল বন্ধ হয়ে যাওয়ার আশংকা রয়েছে। সূত্রমতে, পয়সারহাট নদীর সুবিধাভোগী আগৈলঝাড়া, উজিরপুর, বানারীপাড়া ও কোটালীপাড়া অঞ্চলটি কৃষিপ্রধান অঞ্চল হওয়ায় বর্তমান বোরো মৌসুমে পয়সারহাট নদীর নাব্যতা হারানোর কারণে এসব উপজেলার ছোট-বড় খালগুলোতে সেচ কাজে সমস্যার সৃষ্টি হচ্ছে। ফলে এসব উপজেলার কৃষকেরা তাদের চাষাবাদ নিয়ে ও পয়সারহাট বন্দরের ব্যবসায়ীরা তাদের দীর্ঘদিনের ব্যবসা-বানিজ্য নিয়ে চরম উৎকন্ঠার মধ্যে রয়েছেন।

http://1.1.1.4/bmi/sphotos-e.ak.fbcdn.net/hphotos-ak-prn1/48080_10151415143931773_1614012516_n.jpg