একটু বৃষ্টিতেই কাদাপানি – গৌরনদীর টরকী বন্দরের সংস্কার হয়নি ১১ বছরে

এসব কারনেই এখানে এসে ক্রেতাদের পোহাতে হয় সীমাহিন দুর্ভোগ । টরকী বন্দর ব্যবসায়ী সমিতির সূত্রে জানাগেছে, গৌরনদী উপজেলার টরকী বন্দর এলাকায় উপজেলার সর্ব বৃহৎ আরৎ ও পাইকারী মার্কেট অবস্থিত। এখান থেকে প্রতিদিন উপজেলার বিভিন্ন হাট বাজারের প্রায় তিন হাজার ক্রেতার আনাগোনা হয়। শুক্রবার ও রবিবার সাপ্তাহিক হাট বসে এখানে। সরজমিনে দেখা যায়, বন্দরে ঢোকার সবগুলো রাস্তার অবস্থা খুবই করুন। আগের দিন সামান্ন বৃষ্টি হওয়ায় বন্দরের প্রতিটি রাস্তায় পানি জমে আছে। এতে এই এলাকায় কাদা পানিতে একাকার হয়ে গেছে। বৃষ্টির পানি সরানোর জন্য কোন নালা নির্মান না করায় বর্তমানে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এতে বৃষ্টি হলে ক্রেতাদের কাদা পানি মাড়িয়ে বাজারে আসতে ভীষন সমস্যা হয়। একই কারনে ক্রেতা বিক্রেতারা বন্দরের শৌচাগারেও যেতে পারছেন না।

ক্রেতা ব্যসায়ীরা অভিযোগ করেন বন্দরের শৌচাগারগুলো নোংরা। কোন সুস্থ মানুষের পক্ষে শৌচাগার ব্যবহার করা সম্ভব নয়। উপজেলার কটকস্থল এলাকার চিকিৎসক পিযুষ কান্তি শর্মা, ব্যবসায়ী পঞ্চম রাম সরকার, অমর রায়, বাটাজোর এলাকার মজিবুর হক জানান, এখানে আসলে মনে হয় সেই মাধাত্বার আমলের রাস্তাঘাট দিয়ে চলাফেরা করছি। সামান্য বৃষ্টিতে বন্দরের প্রতিটি রাস্তাই পানি জমে থাকে। কাদাপনি ভেঙ্গেই তাদের কেনাকাটা ও ব্যবসা বানিজ্য করতে হয়। পৌর কার্যালয় সুত্রে জানাগেছে, ১৯৯৭ সালে পৌরসভা প্রতিষ্ঠিত হয়ে ওই বছরই পৌরসভা টরকী বন্দরের দায়িত্ব নেয়। দীর্ঘ ১৩ বছরে ইজারার  মাধ্যমে পৌরসভা প্রায় কোটি টাকার রাজস্ব আদায় করেছে।

বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম ও সাধারন সম্পাদক রাজু আহম্মেদ হারুন ক্ষুদ্ধ হয়ে বলেন, বারবার বলা ও লিখিত ভাবে আবেদন করার পরও কাজ হচ্ছে না। ফলে ক্রেতা ব্যবসায়ীসহ সকলেরই দুর্ভোগ বেরেছে। প্রতিদিন এখানে কয়েক হাজার ক্রেতারা যাতায়াত করেন। পৌরসভা নীতিমালা অনুযায়ী হাটবাজার ও বাসটার্মিনাল ইজারা দিয়ে যে টাকা পাওয়া যাবে, তার একটি অংশ এগুলোর অবকাঠামোগত উন্নয়নে ব্যবহার করা হবে। সভাপতি আরো বলেন, দীর্ঘ ১১ বছর পরে এই কিছুদিন হল এত বড় একটি বাজারে ৫টি ধাপে মাত্র ১১লক্ষ ৬২ হাজার উন্নয়ন প্রকল্প হাতে নেয়, এ ব্যপারে পৌরসভা নির্বাহী প্রকৌশলী মোঃ এমদাদুল হক বলেন, তিনি নতুন আসছেন বিষয়টি অবশ্যই দেখবেন।

পৌর মেয়র নুরুল ইসলাম বলেন, আমরা টরকী বন্দরের উন্নয়ন কাজ চালিয়ে যাচ্ছি। ব্যবসায়ীদের অভিযোগের ব্যপারে তিনি বলেন, টরকী বন্দরের যেখানে কাজ চলছে ব্যবসায়ীরা সেখানে গিয়ে দেখে আসুক।

টরকী থেকে ফিরে- এইচ এম সুমন, স্টাফ রিপোর্টার, Gournadi.com

প্রতিবেদন তৈরীতে বিশেষ সহযোগিতা করছেন: সবুজ খান, স্থানীয় প্রতিনিধি