আগৈলঝাড়ায় হামলায় ৬ জন আহত

ভর্তি করা হয়েছে।

আহত সূত্রে জানা গেছে, ওই গ্রামের নিতীশ মাঝি ও একই বাড়ির অশিত মাঝির সাথে দীর্ঘদিন থেকে পুকুরের লিজ নিয়ে বিরোধ চলে আসছে। পুকুরের লিজের টাকা দিয়ে প্রতি বছর যৌথ ভাবে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত ১ সেপ্টেম্বর শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদ্যাপনে ওই অর্থ ব্যয় করাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে মতবিরোধ দেখা দেয়। এনিয়ে বৃহস্পতিবার সকালে অশিত মাঝি পূর্ব পরিকল্পিত ভাবে তার দলবল নিয়ে নিতিশ মাঝির ওপর হামলা চালায়। এ সময় স্বামীকে রক্ষা করতে গিয়ে তার স্ত্রী ঝর্না মাঝিকে (৩৫) গুরুতর জখম হয়। হামলাকারীরা নিতিশের মেয়ে রামনন্দের আঁক মাধ্যমিক বিদ্যালয়ে চলতি বছরের এসএসসি পরিক্ষার্থী অনামিকা মাঝিকে (১৬) ঘর থেকে টেনে এনে বেধরক পিটিয়ে আহত করে। নিতিশের ৮ বছরের শিশু পুত্র নবিন মাঝিকে হামলাকারীরা পানির মধ্যে নিক্ষেপ করলে স্থানীয়রা শিশুকে উদ্ধার করে। হামলায় কমপক্ষে ৬জন আহত হয়েছে। গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।