কাঠিরা লোকনাথ ও ইস্কন মন্দিরে সপ্তাহব্যাপী ধর্মীয় অনুষ্ঠান

অনুষ্ঠান পরিচালনায় ছিলেন কাঠিরা নামহট্ট সংঘের সভাপতি অমিয় লাল চৌধুরী, সম্পাদক ডাক্তার গোপাল হালদার, অজিৎ হালদার, ডাক্তার সদানন্দ ও স্থানীয় যুবসমাজ। অপরদিকে লোকনাথ বাবা আবিরভাব উপলক্ষ্যে সতিশ অধিকারী ও কনকলতা  অধিকারী প্রতিষ্ঠিত কাঠিরা লোকনাথ মন্দিরে শ্রীমদ্ভাগবদ্ পাঠ, বাবার মহিমা, বিশ্বশান্তি কামনায় আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ৩দিন ব্যাপী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন। শ্রীমদ্ভাগবদ্ পাঠ করেন শ্রী মনোরঞ্জন মন্ডল, সুকদেব বাড়ৈ। আজ রবিবার থেকে ৩ দিন তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন পরিবেশন করবেন আদি পাগল সম্প্রদায়, গৌরভক্ত সম্প্রদায়, সত্য সনাতন সম্প্রদায়, নিতাই গৌর সম্প্রদায় ও শ্রীগোবিন্দ সম্প্রদায়। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা খোকন আহম্মেদ হিরা ও প্রবীর বিশ্বাস ননী সঙ্গীত পরিবেশন করেন দুরদর্শন লিল্পী কমল কান্তি মন্ডল, হারিদাস হালদার।