চাঁদাবাজি করতে গিয়ে বিএনপি ক্যাডার গণধোলাইর স্বীকার

ঘটনাটি ঘটেছে সোমবার রাতে বরিশালের আগৈলঝাড়া উপজেলার রামেরবাজার এলাকায়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

উপজেলার বারহাজার গ্রামের আব্দুর রাজ্জাক তালুকদারের পুত্র ব্যবসায়ী সোহেল তালুকদার অভিযোগ করেন, উপজেলার গৈলা ইউনিয়নের ভদ্রপাড়া গ্রামের সেলিম সরদারের পুত্র, প্রভাবশালী বিএনপি ক্যাডার মামুন সরদার ও তার সহযোগীরা দীর্ঘদিন পূর্বে তার কাছে ৫০ হাজার টাকা চাঁদাদাবি করে। সোমবার সন্ধ্যায় চাঁদাবাজ মামুন ও তার সহযোগীরা রামেরবাজার এলাকায় ব্যবসায়ী সোহেলকে আটক করে দাবিকৃত চাঁদার টাকার জন্য চাপপ্রয়োগ করে। সোহেল চাঁদার টাকা দিতে অপরাগতা প্রকাশ করায় মামুন ও তার সহযোগীরা তার ওপর হামলা চালায়। এসময় সোহেলের আত্মচিৎকারে পাশ্ববর্তী লোকজন এগিয়ে আসলে চাঁদাবাজরা পালিয়ে যাওয়ার চেষ্ঠা করে। এলাকাবাসি ধাওয়া করে চাঁদাবাজ মামুন সরদারকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোর্পদ করে।

ওইদিন রাতেই ব্যবসায়ী সোহেল তালুকদার বাদি হয়ে আগৈলঝাড়া থানায় মামুন সরদারসহ অজ্ঞাতনামা ৪/৫জনকে আসামি করে একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত চাঁদাবাজ ও বিএনপি ক্যাডার মামুন সরদারকে গতকাল মঙ্গলবার সকালে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।