বরিশাল জেলার সর্বোচ্চ করদাতা গৌরনদীর তিনজনকে পুরস্কৃত

করদাতা হিসেবে গৌরনদীর বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ আলাউদ্দিন ভুইয়া, বিশিষ্ট ব্যবসায়ী সচীন্দ্র নাথ ঘোষ, সুশীল কুমার ঘোষকে পুরস্কার প্রদান করা হয়।

বুধবার বেলা ১১টায় বরিশাল সার্কিট হাউজ মিলনায়তনে কর দিবসের অনুষ্ঠানের শুরুতে সর্বোচ্চ করদাতাদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র এডভোকেট শওকত হোসেন হিরন। বরিশাল অঞ্চল কর কমিশনের কমিশনার রাধেশ্বর রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় কমিশনার নুরুন্নবী তালুকদার, শুল্ক রেয়াত ও প্রত্যার্পণ পরিদপ্তরের ডিরেক্টর জেনারেল নাসির উদ্দিন। বক্তব্য রাখেন বরিশাল অঞ্চল যুগ্ম-কর কমিশনার মামুনুর রহমান।

You may also like