আগৈলঝাড়ায় আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

থানা পুলিশ ও গ্রম পুলিশদের আইন-শৃংখলা কাজে সহযোগিতা করার জন্য আহ্বাণ জানানো হয়। এসময় আইন-শৃংখলার অবনতির কারনে ক্ষোভ প্রকাশ করলেন সভায় উপস্থিত কর্মকর্তারা। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর বিশ্বাসের সভাপতিত্বে উপজেলা সম্মেলন কক্ষে নিয়মিত আইন-শৃংখলা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা আসন্ন দুর্গাপূজা উপলক্ষে পুলিশ, চৌকিদার, দফাদারদের নিয়ে কমিটি গঠন করে উপজেলার সর্বত্র দিনে ও রাতে টহল জোরদার করা, রাজিহার ইউনিয়নের মাগুরা নামক স্থানকে মাদক বিক্রি ও সেবনকারীদের নিরাপদ আস্তানা হিসেবে চিহ্নিত করে এবং অন্যান্য মাদক স্পটগুলোতে প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়।

সভায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভাড়ায় চালিত মোটরসাইকেলগুলো প্রশাসনের কঠোর নজরদারীতে রাখারও নির্দেশ প্রদান করা হয়। ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান। আরও বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান জসীম সরদার, শেফালী সরকার, মুক্তিযোদ্ধা সংসদের উপজেলা কমান্ডার আইউব মিয়া, শহীদ আঃ রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হেমায়েত উদ্দিন, চেয়ারম্যান আবুল হোসেন লাল্টু, হোসনেয়ারা বেগম, আফজাল হোসেন সিকদার, থানার এস.আই ফোরকান, আগৈলঝাড়া এসএম গার্লস স্কুলের প্রধান শিক্ষক নির্মলেন্দু বাড়ৈ, গৈলা দাখিলী মাদ্রাসা সুপার রফিকুল ইসলাম, রিপোটার্স ইউনিটির সভাপতি সাইফুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি সরদার হারুন রানা প্রমুখ।