গৌরনদীতে পৌর কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করে রাস্তার ওপর সীমানা দেয়াল নির্মান

বিঘ ঘটে। এ ব্যাপারে স্থানীয়রা পৌর কর্তৃপক্ষের কাছে যানবাহন ও জনসাধারনের চলাচলের সুবিধার্থে নির্মানাধীন দেয়াল অপসারনের জন্য আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে পৌর কর্তৃপক্ষ জনস্বার্থে পৌরসভার চরগাধাতলী গ্রামের আবুল হোসেনকে তার নির্মানাধীন রাস্তার ওপরের সীমানা দেয়াল অপসারনের জন্য নোটিশ প্রদান করেন। নোটিশ প্রাপ্তির পরেও দেয়াল অপসারন না করায় পৌর মেয়রের নির্দেশে জনস্বার্থে রাস্তার ওপরে বে-আইনীভাবে নির্মিত দেয়াল এলাকাবাসীর সহায়তায় ভেঙ্গে ফেলা হয়। বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করতে আবুল হোসেন পৌরসভার প্যানেল মেয়র শাহআলম ফকিরকে জড়িয়ে বিভিন্নস্থানে এমনকি সাংবাদিকদের কাছেও নানা কুৎসা রটিয়েছেন। আবুল হোসেনের অভিযোগ, পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর শাহ আলম ফকিরের নেতৃত্বে একদল লোক হাতুরী, শাবল, কোদাল, বেলচা ও অন্যান্য যন্ত্রপাতির সাহায্যে পূর্ব নোটিশ ছাড়াই তার বাড়ির সীমানা দেয়াল ভেঙ্গে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। মুক্তিযোদ্ধা আবুল হোসেনের এ অভিযোগের তীব্র বিরোধীতা করে পৌর প্যানেল মেয়র ও পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর মুক্তিযোদ্ধা শাহ আলম ফকির বলেন, স্থানীয়দের অভিযোগের ভিত্তিত্বে ও পৌর কর্তৃপক্ষের নির্দেশে স্থানীয়দের সহায়তায় বে-আইনীভাবে রাস্তার ওপর নির্মিত সীমানা দেয়াল ভাঙ্গা হয়েছে। সেখানে রাজনৈতিক কোন কারন নেই। তিনি আরো বলেন, সীমানা দেয়াল ভাঙ্গার সময় স্থানীয় বাসিন্দা আতাউর রহমান, হান্নান শাহ, খোকন চন্দ্র দাস, আব্দুল জব্বার, শহীদ খান, নারায়ন চন্দ্র সাহা, উত্তম কুমার দাস, পরান শাহসহ অনেকেই উপস্থিত ছিলেন। সেখানে আমাকে জড়িয়ে যে অভিযোগ দেয়া হয়েছে তাহা সম্পূর্ণ মিথ্যে ও ভিত্তিহীন বলে পৌর প্যানেল মেয়র শাহ আলম ফকির দাবি করেন।