লঘুচাপের প্রভাবে গৌরনদীতে অবিরাম বর্ষণ ॥ নিন্মাঞ্চল প্লাবিত

গৌরনদীবাসীর স্বাভাবিক জীবনযাত্রা অচল হয়ে পরেছে। ভারি বর্ষণে ফলে বর্ষার পানিতে উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে হঠাৎ দমকা ও ঝড়ো হাওয়ায় উপজেলার বিভিন্নস্থানের গাছপালা ভাঙ্গাসহ কাঁচা ঘরবাড়ির বির্ধ্বস্তর খবর পাওয়া গেছে। এছাড়াও পল্লী বিদ্যুতের গৌরনদী জোনাল অফিসের আওতাধীন উপজেলার ১০ টি স্থানে গাছ পরে তার ছিড়ে বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফলে গতকাল শুক্রবার দুপুর একটা থেকে ৫ টা পর্যন্ত বিদ্যুৎ লাইন বন্ধ রয়েছে। টানা বর্ষণে গৌরনদী উপজেলার খাঞ্জাপুর, বার্থী, নলচিড়া, সরিকল ইউনিয়নের ও পৌরসভার অধিকাংশ এলাকার নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে। অবিরাম বষর্ণের কারনে গতকাল শুক্রবার সারাদিনেই ভুতুরে গৌরনদীতে পরিনত হয়েছে।