গৌরনদী সংবাদ
গৌরনদীর জয়িতাদের সংবর্ধনা প্রদান

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদ্যাপন উপলক্ষে মঙ্গলবার দুপুরে জেলার গৌরনদী উপজেলার চারজন জয়িতাকে বিশেষ সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুদ হাসান পাটোয়ারী।
প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী।
বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ জামাল উদ্দিন, পৌর কাউন্সিলর সৈয়দা খায়রুন নাহার মায়া। বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা বেগম, যুব উন্নয়ন অফিসার খান মোঃ মনিরুজ্জামান, হাফিজুর রহমান প্রমুখ।
শেষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক বিশেষ কার্যক্রমের আওতায় উপজেলা পর্যায়ের বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত এডভোকেট সাহিদা আক্তার, সাবিনা খন্দকার, ফাতেমা বেগমসহ চারজন শ্রেষ্ঠ জয়িতাকে সংবর্ধনা প্রদান করা হয়।
ফেসবুকে মন্তব্য করুন :
মন্তব্যে প্রকাশিত যেকোন কথা মন্তব্যকারীর একান্তই নিজস্ব। Gournadi.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের কোন মিল নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে Gournadi.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নিবে না