রাস্তার অর্ধলক্ষাধিক ইট বিক্রি করায় এলাকাবাসির বিক্ষোভ ॥ ঠিকাদার গ্রেফতার

গতকাল বৃহস্পতিবার সকালে এলাকাবাসি বিক্ষোভ মিছিল করেছেন। এ ঘটনায় ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। অবশেষে এলাকাবাসির অব্যাহত বিক্ষোভের মুখে পুলিশ দুর্নীতিবাজ ঠিকাদারকে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে বরিশালের বাবুগঞ্জ উপজেলার প্রত্যন্ত আগরপুর এলাকায়।

সরেজমিনে বিক্ষুব্ধ এলাকাবাসি ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগরপুর স্কুল মসজিদ থেকে আলাউদ্দিন মোল্লার বাড়ি সংলগ্ন ভূইমালির ব্রিজ পর্যন্ত এক কিলোমিটারের জনগুরুতপূর্ণ রাস্তার কার্পেটিংয়ের জন্য অতিসম্প্রতি মের্সাস সাইফুদ্দিন ট্রের্ডাস নামের ঠিকাদারী প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেয়া হয়। ৪০ লক্ষ ৪৯ হাজার টাকা ব্যয়ে ওই রাস্তাটি নির্মানের জন্য মের্সাস সাইফুদ্দিন ট্রের্ডাসের প্রোপাইটর ওহাব মিয়ার কাছ থেকে স্থানীয় রমজানকাঠী গ্রামের ঠিকাদার ও সর্বহারা জিয়া গ্রুপের সক্রিয় নেতা রাসেদুল হাওলাদার ওরফে কানা রাসেদুল কাজটি ক্রয় করে নেয়। সে (রাসেদুল) গত সোমবার থেকে ৩০ জন শ্রমিক নিয়ে রাস্তার পুরাতন ইট উত্তোলনের কাজ শুরু করে।

গতকাল বৃহস্পতিবার সকালে ঠিকাদার রাসেদুল প্রতি হাজার ইট ৩৫ থেকে ৩৮’শ টাকা দরে স্থানীয় আলীম হাওলাদারের কাছে-৪ হাজার, হারুন ফরাজীর কাছে-৪ হাজার, শামীম হাওলাদারের কাছে-৪ হাজার, শওকত হোসেন খানের কাছে-৮ হাজারসহ একাধিক ব্যক্তির কাছে প্রায় অর্ধলক্ষাধিক ইট বিক্রি করেন। এখবর শুনে স্থানীয় সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলাম, সমাজসেবক হাবিবুর রহমান, মতলেব বেপারী, দেলোয়ার হোসেন ফরাজী, সবুজ হাওলাদারের নেতৃত্বে শতাধিক গ্রামবাসি রাস্তায় এসে বিক্ষোভ মিছিল শুরু করেন। গ্রামবাসী বিক্ষোভ প্রদর্শনকালে ঠিকাদার রাসেদুল দ্রুতস্থান ত্যাগ করেন। বিক্ষুব্ধরা এ সময় দুর্নীতিবাজ ঠিকাদারকে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। স্থানীয় দেলোয়ার হোসেন বলেন, আমি ঠিকাদার রাসেদুলকে ইট বিক্রিতে বাঁধা দিয়েছি। এতে সে (রাসেদুল) ও তার সহযোগীরা আমাকে বিভিন্ন ধরনের ভয়ভিতী প্রদর্শন করেছেন। 

এ ব্যাপারে বাবুগঞ্জ উপজেলা প্রকৌশলী (ভারপ্রাপ্ত) খান মোঃ হুমায়ন কবিরের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, কাজ শুরুর পূর্বে ঠিকাদার কোন ক্রমেই রাস্তার পুরাতন ইট বিক্রি করতে পারেবন না। কাগজপত্রে রাস্তার ইট রাস্তার কাজেই ব্যবহার করার জন্য ঠিকাদারকে নির্দেশ দেয়া হয়েছে। তিনি এলাকাবাসির মাধ্যমে অভিযোগ পেয়ে ঘটনাস্থলে উপ-সহকারি প্রকৌশলী হুমায়ুন কবিরকে পাঠিয়েছেন বলেও উল্লেখ করেন। উপ-সহকারি প্রকৌশলী হুমায়ুন কবির ঠিকাদার কর্তৃক ইট বিক্রির অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, এলাকাবাসির অব্যাহত বিক্ষোভের মুখে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পুলিশ ঠিকাদার রাসেদুল হাওলাদারকে গ্রেফতার করেছে। তিনি আরো বলেন, বিক্ষুব্ধ এলাকাবাসির দাবি সঠিক ভাবে তাদের রাস্তার কাজটি সম্পন্ন করার। সেলক্ষে ঠিকাদার কর্তৃক বিক্রিত ইট ফিরিয়ে আনারও ব্যবস্থা করা হচ্ছে।