বরিশালে আজিজ গ্রুপের ডিপো ইনচার্জ ও সেল্স ম্যানেজার আটক

ইকবাল ও এ্যাস্টিট্যান্ট ম্যানেজার সাইফুল কবিরকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে বরিশাল কোতোয়ালী মডেল থানা পুলিশ তাদেরকে আটক করে। বিকেলে এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

জানা গেছে, আজিজ গ্রপ দীর্ঘদিন থেকে স্পিড, মোজো,স্প্রা, মিনারেল ওয়াটারসহ বিভিন্ন সামগ্রী বরিশাল নগরীসহ জেলার বিভিন্নস্থানে বাজারজাত করে আসছে। ডিলারদের নিকট আজিজ গ্রুপের বিপুল পরিমান টাকা বকেয়া পড়ে যায়। সম্প্রতি কয়েকজন ডিলারের নিকট থেকে বকেয়া ১৫ লাখ টাকা নগদ উত্তোলন করে সম্পূর্ণ টাকা আত্মসাত করে ডিপো ইনচার্জ জাফর ইকবাল ও এ্যাস্ট্যিন্ট ম্যানেজার সাইফুল কবির। ডিলারদের কাছ থেকে উত্তোলনকৃত টাকা তারা অফিসে জমা না দেয়ায় হিসেবে গড়মিল দেখা দেয়। আজিজ গ্রুপের কর্তৃপক্ষ বিষয়টি কোতোয়ালী থানা পুলিশকে জানায়। যার প্রেক্ষিতে দুপুর সাড়ে ১২টায় কোতোয়ালী থানা পুলিশ নগরীর অক্সফোর্ড মিশন রোডে অবস্থিত আজিজ গ্রুপের অফিস থেকে ডিপো ইনচার্জ ও এ্যাস্ট্যিান্ট সেলস ম্যানেজারকে আটক করে। এ ঘটনায় ঢাকা অফিসের সেলস ম্যানেজার সাইফুল পারভেজ বাদি হয়ে অর্থ আত্মসাতের অভিযোগে আটককৃত দু’জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। এদিকে আটককৃতরা জানিয়েছেন, তারা আজিজ গ্রুপের কোন ডিলারদের নিকট থেকে নগদ টাকা উত্তোলন করে আত্মসাত করেনি। তাদেরকে ষড়যন্ত্রের ফাঁদে ফেলে আটক করা হয়েছে।