বরিশালে স্কুল ছাত্রীর মরদেহ নিয়ে তুলকালাম কান্ড

লাশ শ্মশানে নিয়ে দাহ’র প্রস্তুতি নেয়া হয়। অতঃপর সেখান থেকে দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছে।

জানা গেছে, কাউনিয়া বাশের হাটখোলা এলাকার বাসিন্দা রঞ্জিত মিস্ত্রির স্কুল পড়ুয়া কন্যা সঙ্গীতা মিস্ত্রী(১৬)। সে নগরীর ২৬ নং ওয়ার্ডের বাগিয়া ভোকেশনাল স্কুল এন্ড কলেজ থেকে এবার দশম শ্রেনীর নির্বাচনী পরীক্ষার ফলাফল খারাপ করে। এজন্য তার বাবা মা তাকে বকাবকি করে। এর আগের বছর মথুরানাধ স্কুলেও নির্বাচনী পরীক্ষার ফলাফল খারাপ করেছে। সকালে তার মা পরিবার পরিকল্পনার সিপিসির কাজে যায়। বাবাও বরিশাল আদালতপাড়ায় কাজে যায়। ঘরে বাবা মা না থাকার সুযোগে রাগে ক্ষোভে অভিমানে বেলা ১১টায় দোতালায় আড়ার সঙ্গে গলায় ওড়না পেচিয়ে আতœহত্যা করে। ওই সময়ে ঘরে থাকা ছোট ভাই উৎস (৭) ডাকচিৎকার দিলে পার্শ্ববর্তী লোকজন স্কুল ছাত্রীকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষনা করে। এরপর লাশ বাড়িতে এনে কিছুক্ষন রাখার পর পুলিশকে না জানিয়ে দাহ করার সিদ্ধান্ত নেয়। তৎসময়ে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর গাজী নাঈমুল ইসলাম লিটু ও সিটিএসবির এসআই আবুল কালাম। দুপুর সোয়া ১টায় শ্মশানে মরদেহ নেয়া হয়। শ্মশানের প্রাথমিক সৎকারের প্রস্তুতি সম্পন্ন শেষে ডোম দাহ করতে কাঠ লাশের চারপাশে রাখে। ওই সময়ে  পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে কেটে পড়েন ডোম দীলিপ ও সিটিএসবির এসআই আবুল কালাম।

কাউনিয়া থানার ওসি রফিকুল ইসলাম বলেন, পুলিশ লাশ উদ্ধার করে শেবাচিম হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।