কালকিনিতে গণপিটুনিতে ডাকাত নিহত

শেষে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর গনপিটুনিতে অজ্ঞাতনামা (৪০) এক ডাকাত নিহত হয়েছে। জনতা অপর এক ডাকাতকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোর্পদ করেছে। এসময় ডাকাতদের সাথে সংঘর্ষে ৪ জন গ্রামবাসী আহত হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কাজীবাকাই ইউপির পূর্বমাইজপাড়া গ্রামের শুশিল বাড়ৈর বাড়িতে গ্রীল কেটে ১৮থেকে ২০জনের একটি সশস্ত্র ডাকাতদল ঘরে প্রবেশ করে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ২০ভরি স্বর্ণালংকার, ২৫০ভরি রুপা, ৬টি মোবাইল সেট ও মূল্যবান জিনিসপত্রসহ ১৫লক্ষ টাকার মালামাল লুট করে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ডাক চিৎকারে এলাকাবাসী ডাকাতদের ধাওয়া দেয়। প্রায় এক ঘন্টা ডাকাতদল ও এলাকাবাসীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলাকালে ২ডাকাত ধরা পড়ে এবং বাকীরা পালিয়ে যায়।  উত্তেজিত এলাকাবাসীর গণপিটুনিতে এক ডাকাতের মৃত্যু হয় ও জনতা বিষ্ণ দাশ (৩০) নামের আরেক ডাকাতকে পুলিশের হাতে সোর্পদ করে। মৃত ডাকাতের পরিচয় পাওয়া যায়নি। ধৃত ডাকাতের বাড়ি মাদারীপুর সদর উপজেলার পূর্ব শাহরাস্তি গ্রামে।  এলাকাবাসীর প্রচন্ড প্রতিরোধের মুখে ডাকাতরা ক্ষিপ্ত হয়ে শুভাষ বাড়ৈ (৩০), জামিনি বাড়ৈ (৬৫), শুশিল বাড়ৈ (৪০) ও কান্দু লাল বাড়ৈকে (৭০) রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে শুভাষ বাড়ৈর অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে ঢাকা প্রেরন করা হয়েছে।