বরিশালে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের লাঠিচার্জ ॥ ৩ জনকে আটক

অবরোধ করেছে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা। এসময় বিক্ষুদ্ধ নেতা-কর্মীরা একটি প্রাইভেটকার ও একটি ট্রাক ভাংচুর করেছে। পুলিশ বিক্ষোভ কর্মসূচীতে লাঠিচার্জ করে বিএনপির ৩ কর্মীকে আটক করেছে।

জানা গেছে, বেলা সাড়ে ১১ টায় নগরীর বিএনপি যুবদল, শ্রমিকদল, ছাত্রদল হাসপাতাল রোড, বগুড়া রোড, পোর্টরোড, সদর রোডসহ বিভিন্ন এলাকায় খন্ড খন্ড ভাবে বিক্ষোভ  মিছিল বের করেন। এরপর নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। একপর্যায়ে তারা ১ টি ট্রাক ও ১ টি প্রাইভেটকার ভাংচুর করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করতে লাঠিচার্র্জ করে বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ করে দেয়। এসময় পুলিশ মিছিল থেকে বিএনপির কর্মী লিটন আহম্মেদ (২২) শাহিন ইসলাম (২৫) ও হারুন-অর রশিদকে (২৮) আটক করে। বরিশাল জেলা উত্তর বিএনপির সভাপতি মেজবাহ উদ্দীন ফরহাদ-এমপি জানান, বিনা উস্কানীতেই পুলিশ মিছিলের ওপর লাঠিচার্জ করেছে। এতে প্রায় অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন। কোতয়ালী মডেল থানার ওসি মোঃ জাহাঙ্গীর আলম জানান, অনুমতি না নিয়ে মিছিল ও নগর জুরে তান্ডব চালানোর অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। এদিকে বিএনপির বিক্ষোভ ও ভাংচুরের ঘটনার পর থেকে নগর জুড়ে পুলিশী টহল আরো জোরদার করা হয়েছে। নগরীর গুরুতপূর্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। অপরদিকে বরিশাল জেলা উত্তর যুবদলের সাধারন সম্পাদক বদিউজ্জামান মিন্টুর নেতৃত্বে নেতা-কর্মীরা গৌরনদীতে বিক্ষোভ প্রতিবাদ সভা করেছেন।